সমুদ্র জলের মতো – তোমাকে
ভালোবাসবো সীমাহীন। আমাকে ভালোবেসে দেখো -একবার
পাহাড় যেমন আকাশ ছুঁয়ে যায়
তেমন করে বুকে আগলে রাখবো। আমাকে ভালোবেসে দেখো -একবার
আকাশের মতো বিশলতায় – তোমাকে
ঢেকে দিবো অজস্র কোলাহলে। আমাকে ভালোবেসে দেখো -একবার
চাদনী রাতের মতো – আলোকিত
করে দিবো তোমাকে। আমাকে ভালোবেসে দেখো -একবার
রঙিন স্বপ্নের মতো

