শব্দরা আছড়ে পড়ে
নিঃসঙ্গ সমুদ্র বুকে,
কষ্ট ছুঁয়েছে আকাশ
পরাজয় জেনেও নীল মেঘের কাছে ধরা দেয়নি। সূর্য কেমন রোদ আগুন পুষেছে বুকে
জ্যোৎস্না রাত্রির অবশিষ্টাংশ ছিল,
অথচ রজনীগন্ধা বন ভরে ছিল হলুদ কুয়াশায়
গোলাপ এক বিন্দু শিশির পায়নি
শুধু শীতের হলুদ পাতারা কষ্ট মেখেছিল গায়ে।
অরণ্যে

