নিস্তব্ধ নিরব মাঝ রাতের এই শহর
শীতের এই সময়ে ঝেকে বসেছে
চারপাশে ঘন কুয়াশার চাদর,
নিভু নিভু আলোতে একলা বারান্দায়
একরাশ কষ্ট আর নিকোটিন এর ধোঁয়ায়
কাটছে নির্ঘুম রাতের প্রহর।
মাঝরাতের এই শহর বড় অচেনা লাগে
কোথাও নেই কোনো কোলাহল,
নেই কোনো ব্যস্ততার শোরগোল !
তবে মাঝে মাঝে গলির কুকুরগুলো
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪০৯ বার দেখা
| ১১৪ শব্দ ১টি ছবি
চলছে এ এক আজব খেলা
চারদিকে শুধুই মুখোশের মেলা,
মানুষ খুঁজতে খুঁজতেই চলে যায় বেলা ৷
ব্যানার, ফেস্টুন, মানববন্ধনে
দেখি কতশত স্লোগান ঝরে পড়ে,
আপন গৃহে তারাই দেখি নির্যাতনও করে ৷
মানবতা সে শধু কথার কথা
রুগ্নতায় জরা জীর্ণ আজ মানবতা,
তবুও আশাবাদী ধ্বংস হবেই এ নগ্ন
কবিতা|
৭ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬৪৬ বার দেখা
| ৭০ শব্দ ১টি ছবি
মহীয়সী, কই তুমি?
তোমায় খুঁজি ফিরি।
দিগন্ত হতে দিগ্বিদিক এই আমি।
এ কেমন কি খেলা?
কেন দাওনা ধরা?
আমার চোখের আড়াল হয়ে
থাকতে পারবে কি?
যাও যত দূর আমায়
ভুলতে পারবে কি?
তোমার শয়নে স্বপ্নে আমি বিনে
আর কে আছে?
কে সে যে আমার চেয়েও
অধিক ভালোবাসবে তোমাকে?
শুনছো কি এই আমাকে?
অবয়ব
বদলে গেছোপ্রেয়সী বড় বদলে গেছো তুমি!
অন্য রকম ভাবে অসময়ে,
যে হৃদয়ে ছিলো আমার বসবাস!
আজ সেথায় দেখি অন্য মানুষের আনাগোনা,
এতোটা বদলে যাবে তুমি!
আমার মোটেই জানা ছিলো না!
তুমি ছিলে আমার
একটি সার্থক কবিতা কীভাবে লিখবো?
যখন নগদ দাম দিয়ে বেদনা কিনি
বেদনা কিনতে হয়!
এরচেয়ে বরং
কাঠ-খড়ি কুঁড়িয়ে নেওয়া ঢের ভালো
কুঁকড়ে যাওয়া জীবন যদি কিছুটা উষ্ণতা পায়!
শিঁকের চূড়ায় উঠা পারদ নেমে আসতে পারে
আদুরী বিড়ালের তুলতুলে গায়!
প্রচ্ছদ প্রজাপতি মূর্ত হোক কিংবা বিমূর্ত
যে গর্তে পড়েছে, সেই বুঝে কোনটা গর্ত
আর কোনটা