জীবনের বড় প্রাপ্তি তুমি
আমার বিদায় বেলায় তোমার দু ফোটা চোখের জল
আমাকে দিশেহারা করে দেয়,
কেমন করে আমায় যেন ভাসিয়ে নিয়ে যায় দূর কোন অজানায়,
তুমি বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও কোন এক শ্রাবণ সন্ধ্যায় আমি হারিয়ে যাবো মেঠোপথের বাঁকে,
ঐ পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে চলে যাবো দূর