চোখে ছিলো ধু ধু কান্তার পথ কল্পনাতীত হাহাকার
কর্কশ ব্যাধিতে রুক্ষ সৌষ্ঠব- চুপসে গেছে শৌর্যের শিখা
তীব্রমন্দায় কেটেছে মাঘী পূর্ণিমা-একটি কবিতাও দেয়নি দেখা;
বিষাদ ভরা একাকীত্বে কেটেছে সন্ধ্যা আরতি- তথাগত ধ্যান
ঘুঘুর কান্নায় ভেঙ্গেছে অরণ্যের মৌনতা, যজ্ঞ মগ্ন প্রাণ

