ফেনীল আকাশটা
কালো ধূয়াঁশায় বিবর্ণ,
আমার ফিরে আসাটায়-
কারো কিছু আসল-গেলনা।
আমি দুমড়ে মুচড়ে যাওয়া;
কাগজের ঠুংগা।
আমিত তোমাদেরই কেউ
বেঁচে থাকার আশায়-
নাকের আগায় বেঁচে থাকার ধম।
স্রষ্টার কাছে
আমি সৃষ্টির আকুল কান্নার আকুতি-
আমি এক তীল; তোমার প্রিয় হতে চাই।
কবিতা|
৭ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪২০ বার দেখা
| ৩২ শব্দ ১টি ছবি
পেছনের গল্পঃ সর্বপ্রথম ২০১২ সালে একটি কবিতা লিখেছিলাম। প্রথম কবিতাটি খুব বেশি ভালো ছিলো বলে আমার মনে হয় না। তবুও কেন যেন সেই ভুলে ভরা কবিতাটি ‘মুসফিকা স্মৃতি পাঠাগার’ আয়োজিত মেঠোপথ ম্যাগাজিনে প্রকাশ পায়। তখন অবশ্য প্রকাশ পাওয়ার আনন্দ কেমন