গাঙচিলের কান্না বুকে নিয়ে কেনো এমন
আছড়ে পড়ো বালুকাবেলায়?
জবাব পাইনি তার। একলা আকাশের নীচে দাঁড়িয়ে জোছোনাকে বলেছিলাম,
অপরূপ আলোর ফুলঝুড়ি বুকে নিয়ে কেনো
মায়াবী করে তোলো রাতের অন্ধকার?
সে থেকেছে নিরুত্তর। সূর্যাস্তের রেশমী লাল আলোকে প্রশ্ন করলাম,
আবীর রঙে কেনো সাজাও পৃথিবীকে
নববধূর

