চোখের পাতায়
বাতাস গুলো যাচ্ছে চলে
নীরবতায়
আমার গানের সুর গুলো সব
শব হয়ে যায়
পিছন পানে জোছনা জোনাক
ডাকছে আমায়
সামনে সাদা সফেদ কাপড়
দুলছে হাওয়ায়
তোমার কাছে ভুল ছিলো যা
অসীম চাওয়ায়
গণ্ডী রেখে ছাড়লে সূতা
ঘুড়ী হাওয়ায় জন্মেছিলেম মাধব যুগ
মাধুকরী
আজো আমি ভার টেনে যাই
গরুর গাড়ী আটকে থাকে

