——মৃত্যু অভিশাপ
জীবন আর স্বপ্ন চরাচরে, মৃত্যু অভিশাপ
কি অপরিসীম ক্ষমতা তার? প্রাণেই যে তার সহ-বসবাস
মৃত্যু অভিশাপ।
স্বপ্ন বৈভব আশা নিরাশা যত সব!
অতীত গুহায় হারিয়ে যায় নিমেষেই
মৃত্যু ক্ষণ, বড়ই বেমানান! মুহূর্তেই সব অতীত হয়ে যায়
স্বপ্ন বাসনা যত খন্ডাংশের জালে গাঁথে
মৃত্যু অভিশাপ।
তাকে ফিরাইবে কে? এমন সাধ্য কার?
প্রাণে প্রাণ