তুমি রিযিক দাতা,জীবন দাতা
মালিক সবারই,
তোমার নামে চলে বিশ্বনিখিল
করুণা তোমারই ।
দয়ার সাগর তুমি আকাশ নীলে
সীমাহীন কৃপায় ভরিয়ে দিলে।।
কুরআন সবার জীবন বিধান প্রেরিত বাণী
সেই আলোকে জীবন গড়ি।
করছি শুধুই পাপ নিজের ভুলে
দাও নি তবুও তুমি দূরে ঠেলে।।
রেখেছো তুমি খুলে ক্ষমার দুয়ার চিরদিনই
নতহয়ে