এতোদিনে আলপথ হয়েছে গলিপথ, গলিপথ হয়েছে রাজপথ
খাল হয়েছে আকাল
বিল হয়েছে নাকাল
তেমনি নদী হয়েছে নারী, নারীও হয়েছে বাহাদুরি! কেবল আমি এখনও জল পাহাড়ের মূষিক ছানা
রাত হলে দিনকানা, দিন হলে রাতকানা! তবুও অবশ্যম্ভাবী কিছু ঘটনা ঘটেই চলেছে
আসমুদ্রহিমাচল
সমতট, হরিকেল, গৌড়,
কেবল আমার মতো

