কপালে লাল টিপ হাতে রেশমী চুড়ি,
খোঁপায় ফুল বাহারী,
সিঁথিতে দিয়েছি সিঁদুর তোমার ভালোবাসার রঙে,
প্রণয়ভূষণ আলতা পায়ে,
ভালোবাসার আলোয় গড়া পায়ের নুপুর,
কামনার আগুনের অলংকার,
তোমার তো খুব পছন্দ তাই না গো,
প্রণয়ী বাতাসে মধুগন্ধীর সৌরভে
অনাদ্র বাতাসে ওড়ে শাড়ির আঁচল,
ঠোঁটে

