বড়বাবু-মেজোবাবু-ছোটবাবু একে একে
সকলেই এলেন, খবরের গন্ধে হাজির
একদল রিপোর্টারও। কি হয়েছে? ধর্ষণ?
একজন না অনেক? ও, অনেক?
তাহলে বল্ গণধর্ষণ? থাকিস কোথায়?
– ফুটপাতে? চল্-ডাক্তারের কাছে,
রিপোর্ট চাই-রিপোর্ট!
ডাক্তারবাবুর কাছে ভীড় করে রিপোর্টাররা।
জানতে চায় সমস্ত ঘটনা।
খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হবে-
“ফুটপাতে গণধর্ষণ”।
আর্কষণ আনতে বক্স করে দেওয়া হবে।
পাবলিক ট্যারা চোখে ঠিক