আষাঢ়ে বৃষ্টি সহজ-সদিচ্ছা মাতৃগর্ভ সুর বিলাচ্ছে
যেভাবে সবুজ ধানখেত নিয়মিত হাঁটছে-
বাঁকা দিগন্তরেখা নদী হয়ে পা চালায়-
বাদলাভ্রম মেঘ, সকালের রৌদ্রহাস,
হাওয়ার করোটি পাখি শিস বাজায়- ইউনিফর্মিটি রং সেলাই বাধানো গহিন পৃথিবী
একেকটা ঠিকানা ওড়ায়-
ঋতুর গ্যালারী হতে আলোর মাল্টিপ্লাগ!

