ভাঙনকে নয়। বরাবরই আমলে নিয়েছি
মহৌষধি বৃক্ষের গুণাগুণ। পর্বতের সমান
উচ্চতায় সাজিয়েছি বুকের পাঁজর। যারা নিজ মাটি ছেড়ে দেশান্তরি হয়, যারা
পেছনে ফেলে আসে নিজ রক্তরেখা-
তাদের সাথে কণ্ঠসম্প্রদান করতে করতে
ভুলে গিয়েছি বিশ্বের তাবৎ,
অস্ত্র বিক্রি চুক্তির কথা। আমি বরাবরই বিজলীকে বিশ্বাস করেছি,
বজ্রকে নয়। অথচ এই বদ্বীপে

