স্বপ্নগুলো আজকাল আসে না আর,
রাতজাগা চোখের পাতার নিচে কালচে দাগ।
রোজকার কাজ- অবসরে- ভীড়ে-
ব্যস্ত থাকি রোজনামচায় সূচীপত্র ধরে
কলের মানুষ হয়ে।
অবাক হয়ে চেয়ে থাকি
মিলিয়ে যাওয়া বিশ্বাসটুকুর দিকে।
আলো রঙ স্বচ্ছ করে ভালোবেসে
ভয়ানক দোষ করে ফেলি।
একদিন স্তুতিতে ভাসিয়ে তারপর
নির্বিকারে কাঠগড়ায় দাঁড় করিয়ে,
শুনানি হয়ে যায়