হে প্রিয়পরম প্রভু
হে প্রিয়পরম প্রভু! তুমি ভগবান,
ভক্তিঅর্ঘ দিয়ে প্রভু জানাই প্রণাম।
তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
মানুষেরে ভালবেসে করিলে আপন,
পরম কারণ তুমি, তুমি নারায়ণ।
তুমি যে পরমপিতা পূজ্য সবাকার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
গুরু ব্রহ্মা