তুমি ও প্রকৃতি
তোমাকে একটি বিকেল দিবো
তুমি তোমার মতো করে সাজিয়ে নিও
প্রজাপতি, ফুল, পাখি, নির্মলবায়ূ।
একগুচ্ছ বৃষ্টি বিলাস, বৌণহাঁস, ডাহুক, বক
হিজল বনের শুভ্রলাল ফুলের বাড়ি
সবুজ সতেজ দূর্বাঘাস, ঘাসফড়িং।
ফুলগুলো তোমার উঠোনে সুগন্ধ বিলোবে
পাখির কিচিরমিচিরে মুখোরিত হবে
তোমার চারপাশ, বৃষ্টি স্রোতের পরশে
ভিজে যাবে লাল হিজলের