আঁধারের ছিটাফোঁটা নেই কোথায়ও
আলো ঝলমলে রাস্তার ল্যাম্পপোস্টের স্পষ্ট
অবলীলায় মৃদুমন পথচারী
কোথায়ও কোলাহল নেই,সময়-ঘণ্টা
অবিরাম অবিনশ্বর রাতের মায়ায় ডুবে যায়।
কিছু মানুষ রাত জেগে!
ঘর নেই, সংসার নেই
সংগ্রামী জীবন নেই
আছে শুধু বেঁচে থাকার জগদীশ্বর প্রচেষ্টা।
জীবনে যখন চাওয়া পাওয়া বলে কিছু থাকেনা
স্বপ্নের কোন রঙ থাকেনা
নষ্টালজিক ধূসর