সমস্বর যাত্রা
পালিয়ে যাই ছায়া হয়ে
যখন রোদ্দুর হতে সাধ জাগে।
এরপর পৃথিবীর সব রূপ
অন্ধকারের দিকে ধাবমান
সকালের জ্যোত্স্নায় পাখিদের স্নান
বড় বেশী রুগ্ন দেখায়
সমস্বরে বেজে ওঠা একটানা কা কা কা
ছড়িয়ে যাওয়া আকাশকে ঢেকে রাখে
কালো ডানার বাজুবন্ধে।
এর নীচে প্রবল ছায়া
ফিরিয়ে দেয় রোদ প্রাচীর
তখন, ঠিক তখনই
বেঁচে থাকা ইচ্ছেটাই প্রবল হয়ে