হ্যাঁ হ্যাঁ এই যে এইদিকে দেখেন ? আমি বানভাসী বলছি,
আপনিতো খাচ্ছেন পোলাও বিরিয়ানী
আর আমি বানের জলে ভেসে বেড়াচ্ছি,
আমি খাচ্ছি শুকনো খিচুরী নয়তো মুড়ি
তাও আবার পানি সাঁতরে গিয়ে নিচ্ছি
সেখানেও দেখাতে হচ্ছে পেশী শক্তি ৷ এই যে শুনছেন ?
আমি বানভাসী বলছি,
আমি ক্ষুধার্ত এখানে পরে

