আষাঢ়ের শেষ বৃষ্টির ফোঁটাগুলি
শ্রাবণের বার্তা বয়ে নিয়ে এলো,
বারান্দায় শেষ বিকেলে একলা বসে
উতলা মন যেন শ্রাবণকেই চাইছিল।
নূতনের আহ্বান, পুরাতনের দীর্ঘশ্বাস
এটাই পরিবর্তনের ইতিহাস! শ্রাবণের বারিধারা ঝরবে ঝরঝর
আশায় আশায় কৃষকের দল,
আরও প্রাপ্তির আশা নিয়ে আছে
দাবদাহে

