মানুষের মিছিলে আজ মানুষ পাওয়া দায়,
ধর্মের লেবাসেও আজ অধর্মরাই জয়ী হয়
আমরা বোকারাও গাই তাদেরই জয় জয়। মানুষ আজ ব্যানার-ফেস্টুনে প্রতিবাদী হয়
কিম্বা ঝড় তুলে ফেসবুক টুইটারের পাতায়,
বাস্তবতায় অসহায়ের সহায় ক’জনইবা হয়
বাস্তবে মানুষের ভিড়ে মানুষই পাওয়া দায়। সমাজের শরীর আজ বৈষম্যের ঘামে ভেজা
শহরের শরীরে

