আষাঢ়ের নামতা
সেই স্নিগ্ধ ঠোঁটে-কলাপাতা বাঁশির গান, মনে বসন্ত প্রাণ-
পরপর, এমনই এক বয়স-মধ্যনদীতে-প্রেম দেয় টোকা
সাঁতরায়-অল্প জলে, মাছের মতো; কচুরিপনা-মাঠ উচ্ছল
নেমে আসে সারি সারি তালগাছ, আবছায়া-হাতছানি-
পাঠ করে-টেবিল টেনে বনস্পতির অনন্ত সবুজ-জনপদ
তাঁর দিকে ঝরে-ঝরছে, এই সময়ে-সৌগন্ধ, আষাঢ়ের নামতা।