তুমি আজ আমার জন্য হও উন্মুক্ত
আজ ফের বেরিয়ে এসো অনুক্ত দ্বিধা ছেড়ে
পৃথিবীর তাবৎ নীলিমায় প্লাবিত হও
আজ ফের উন্মুক্ত হও বিহঙ্গীর মুক্ত নীড়ে।
ফাল্গুনী রোদ্দুর ঝলমল দুপুরে
আজ আবার উঠুক ঝংকার তোমার পায়ের নূপুরে
মাদল বাজুক, বাজুক সোমত্ত ভালোবাসা বিজয়ের অহংকারে
ফোটাও ফুল
ফোটাও পলাশ,শিমুল,