তোর জন্যেই এসব কিছু
ঘরছাড়া সব উদ্বাস্তু নৈয়ায়িক
হঠাৎ যদি চর পেয়ে যায় মাঝনদীতে
হঠাৎ যদি ইচ্ছেঘুড়ি ভোকাট্টা
আমিও তবে তোর স্বপ্নেই বিভোর হব।
আমিও তবে গল্পআসর রূপকথারই
শেষ ঠিকানায় খুঁজতে যাব সাতসকালে
তুইও যদি অন্যপথে ভ্রমণ করিস
গল্পআসর টানবে তোকেও সেন্টপার্সেন্ট।
দুঃখগুলো পকেটমারি কখন যে হয়
আমার তো এই
কবিতা|
১৭ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫৫৭ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি