চিনে নিতে চেয়েছি নিজেকে।
ইচ্ছে করেই সব বন্ধুদের বলেছিলাম
শুভরাত্রি সময়ের অনেক আগেই।
আমার আমিকে আমার কাছে মেলে ধরে
সবটাই বুঝতে চেয়েছি, যুঝতে চেয়েছি। ঝড়ের আগের রাঙা মেঘের মতো
কবিতারা একে একে নেমে আসে
হৃদয় চিড়ে আঙুলের রেখা বেয়ে।
কবিতারা জানো অনেকটা তোমার মত
স্বচ্ছ, নির্মল,

