আজ এই পর্যন্তই থাক
তোমার হৃদয়ে আমার লেখা কবিতা জড়িয়ে যাক,
কিছু প্রেম কিছু ভালোবাসার ছোঁয়া,
কিছু কুয়াশায় ঢাকা কিছু নরম রোদে মাখা
জীবনের উঁচু নিচু অবুঝ ইচ্ছে গুলো,
আলোর প্রজাপতির মতো তোমায় ছুঁয়ে যাক ।
তোমার ওই চোখে রয়েছে এক প্রণয়ী ঢেউ
লোমেশ বুকের মাঝে রয়েছে