বাঁক
যদি আবার দেখা হয়ে যায়, ভাবব
এই দেখাটার প্রয়োজন ছিল না
তবু বলব, কেমন আছে তোমার কৌলিণ্য?
কেমন আছে ছেলেমেয়ের মিঠে নদী-নালা?
তুমিও চাওনি বলেই ভাববে,
কেন যে দেখা হয়ে যায় এভাবে!
মুখ বলবে, অমন সুন্দর জমিন হারিয়ে ফেললে? কিংবা,
অহংকারগুলো কোথায় লুকোলে?
আমি তখন ফিকফিক করে হাসব
আমি তখন হাতের মুঠো খুলে