তুমি চলে যাবার আগে
রেখে যেও আমাদের প্রথম চুমো,প্রথম অভিসার।
ঠোঁট কাঁপানো চোখে শত যুগের
লজ্জাজড়িত অস্পষ্ট নিশ্বাস,রেখে যেও তুমি।
জানি তুমি পারবে না
কিছুই নেই তোমার কাছে আমাকে দেবার মত।
এই শহরটা ঘুমিয়ে গেলে লুকিয়ে
কাঁদো তুমি,তার সাক্ষী কেবলমাত্র ওই বালিশটা।
তুমি চলে যাবার আগে
রেখে
উর্ধমুখে বয়ে চলা যান্ত্রিক নগরীতে
সবকিছু আজ ছুটে চলে উর্ধে মুখে ,
একই স্বপ্ন রোজ উল্টেপাল্টে দেখি
আর হতাশা মেকি হাসি দিয়ে ঢাঁকি ৷
কিছু স্বপ্ন জানি কভু পুরন হবার না
তবুও এ’মন কখনো বারন শোনেনা ,
খরচাপাতির ফর্দ বড় থেকে হয় বড়
আর স্নায়ুচাপে আমিও জড়োসড়ো ৷
রোজগারও তাই আছে