এবার মৃত্যু দাও প্রভু
জন্মিতে পুনর্বার
জঞ্জাল ভরা এই সমুদ্রে
বৃথাই এই রুদ্ধ সাতার,
পুনর্জন্মে আমাকে করো কবি
নয় এই গৎবাঁধা সংসার
বাউলের চরণে দিও ধ্রুপদী রবি চুম্বন
পরজন্মে চাইনে এই নিষিক্ত রাত, হাহাকার
সখা প্রেমে বেধোনা আমাকে
দিও নিরঞ্জন প্রেমের সঙ্গ-সার
প্রভু, এবার তবে মৃত্যু দাও
দাও দাসের অধিকার!
মায়ার কানন
মায়ার রোদন
প্রভু হে-
আর জনমে আমাকে