অফেরতযোগ্য গোপন সংসার
হাততালি উড়ে যাও, অডিটোরিয়ামের দক্ষিণে
লবঙ্গলতিকার মতো জল শান্ত যেখানে নারীটি বসা
টান টান ছাপা শাড়ি, মৃদু হাসি-তার থুতুর ওপরে
শুয়ে থাকা হলুদ ধানক্ষেত ঠোঁট; বিভোর সমুদ্র
এই বাঁকানো উঠান আমার দীর্ঘহাতে মাপা কেবলি
বসন্ত বাগান, স্বপ্ন-ঘ্রাণে জমা
লবণাক্ত প্রেমের মুঠোতল, অফেরতযোগ্য গোপন সংসার!