বার বার ফিরে আসে।
প্রত্যাবর্তনের পথে সেঁদো মাটির গন্ধ
নিয়ে শালিকের ঠোঁটে ঝুলে থাকে সূর্যাস্ত। দিন মাস বছর পিপুলের পাতায় হিসেব কষে
লাল রঙের ফড়িং হয়ে উড়ে যায় উনুনের পথে। বার বার চলে যায়,
বার বার ফিরে আসে।
ধুলোমাখা পোশাক,উষ্কখুষ্ক চুল।চৌকাঠে ঝুলানো
মলিন চিঠি।অস্থির মন স্থির প্রকৃতি

