তোমায় খুঁজে ফেরে সারাক্ষণ
তুমি অচীন পূরে,
ফুটন্ত ফুল যাচ্ছে ঝরে
দেখে এলাম জগৎ ঘুরে
মনের মতন করে। প্রান্তর জুড়ে তোমার স্মৃতি
উজ্জীবিত মোহ প্রীতি
হৃদয় উথাল পাথাল,
দূর আকাশের তাঁরার মাঝে
তোমায় খুঁজি সকাল সাঁঝে
স্তব্ধ মহাকাল। ভাবনার ভূল যাতনার তীরে
নোঙর ফেলে যাচ্ছে ফিরে
ডাকছে পীছু কেহ,
মনের

