অনাগত আলো অথবা আলেয়া
বারান্দার লিকলিকে জিহ্বায় সজারুর মতোন
সাটানো আছে
অনাগত কালের কিছু জ্যান্তছবি
ওরা মূক, মাটির মতোন হাঁটে
ওরা একহারা গড়নের দোভাষীওরা পৃথিবীর
সাড়ে তিন হাজার মাতৃভাষায় সব্যসাচী!
তবুও ওরা কিছু মানুষের মন পড়তে পারেনা
আলো না আলেয়া কিছুতেই ধরতে পারেনা
শুধু ওদের কিছু দীর্ঘশ্বাসের বান নেহায়েত ছুটে
পালায়, একগ্রহের পানশালা থেকে