মে ৮, ২০১৯ বিভাগের সব লেখা

অামাদের খালেদ
অামাদের খালেদ
অামাদের একটা খালেদ ছিল ব্রহ্মপুত্রের পাড়ে
সেইখানে ছিল উত্তাল হাওয়া লাগত এসে গায়ে।
সবুজ শিশির বিন্দু জলে চলত খালেদ হেসে
নবীন সূর্যের নবীন অালোয় মিশ তো সবার সাথে।
ধানের শীষে ধূলোয় মাখা দেখত গাঁয়ে গাঁয়ে
রঙিন রৌদ্রের মিষ্টি হাসি দেখত ফিরে পড়ুন
অন্যান্য, কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬৩৬ বার দেখা | ৩০২ শব্দ ১টি ছবি