শরীরতত্ত্বের বয়ান উঠছে সুরে সুরে—
শরীর আসলে কি? সাঁইজি বলেন, মায়া-কায়া
খাঁচার ভেতর কাঁদে আরেক শরীর
মিলন হবে ভেবেও কাঁদে আর কাঁদে
আকাশে বাতাসে আনন্দ জোয়ার। সুক্ষ্ণ অনুভুতিগুলো ধরতে চাইলেও অধরা
মেঘের রঙ লাল বা নীল যেমন ভাবি সে তা-ই
কতটা বোঝাতে পারি কবিতায়?
কতটাই বা গানে? গোলাপ

