মিছিমিছি হাসি মেখে
যায় না ভুলা জীবনের দুখ; বেদনার সাগরে
যত বেড়াই সাঁতরে
তবু কি শুকায় সজল চোখ ? সুখ বড়ো চতুর
হাসিখানি যার সুমধুর
হাতছানিতে পড়ি খপ্পরে; করায় স্বপ্ন স্নান
হেন তার ভণিতা ভান
উধাও সহসা সবই ছেড়ে। কষ্ট হাসে আড়ালে
ফাঁসতেই বেড়াজালে
কেউ তখন রয় না পাশে; জীবনে এই খেলা
প্রাণীর তথাপি পথ চলা
কাড়ে খোলসটি

