সেকেলে
তোমাদের কাছাকাছি কোনদিন পৌঁছাতে পারবনা
আমি আউটডেটেড, সেকেলে, গেঁয়ো
তোমাদের মজলিশে আমি বেমানান
আমার কাঁঠাল কিংবা আম ভক্ষণ
তোমাদের কাছে বিষদৃশ্য
আমার চলনে, বলনে তোমরা হেসে মরো
পরনের পরিধেয় তোমাদের মনে বিমবিষা জাগায়
সত্যি বলছি তোমাদের আসরের যোগ্য আমি নই
কাঁটাচামচের বাহারি মজা তোমাদের থাকুক
শুধু বলে রাখি
কবজি ডুবিয়ে রসসিক্ত মালাই
তোমাদের নসিব হবে