দু’টো পায়রায় পাল্লা দেব।
একটিকে খাওয়াবো আমার আবেগ
আরেকটিকে তোমার অবজ্ঞা।
তোমার অবজ্ঞাভরা পায়রা ডানা মেলতেই
আমার আবেগভরা পায়রা’টা;
আগ্রায় দু’টো চক্কর দিয়ে
যেয়ে তোমায় ছুঁয়েও নেবেতুমি দেখে নিও!
সেদিন তোমার পাশে আমায় দু’ক্ষণ ঠাঁই দিও। চলো একদিন দু’টো নদী কিনব,
দু’জন পাড়ে দাঁড়িয়ে রব।
একটিতে

