যেতেও হবে একা,
মাঝে একটা জীবন
অনেকগুলো মানুষ
কিছু সম্পর্ক
কিছু হাসি
কিছু কান্না
কিছু ভালোবাসা,
অনেক মানুষের ভীরেও কেও কেও কিন্তু রয়ে যায় একা,
খুব একা; কারো কারো একাকীত্বের প্রকাশ ডুকরে কেঁদে
কেও চিৎকার করে কাঁদতে পারে
কেও শুধুই গুমরে মরে
কেও একাকীত্ব লুকিয়ে রাখে হাসির ভীরে; সুখের সঙ্গী

