অবাক অনুরাগ
একমুঠো মেঘ
এক গুচ্ছ নক্ষত্র ফুল,
এক শ্রাবণ বিকেল ——
তোমার পাঠানো প্রজাপতি চুমু:
সব আমি খেয়ে বসে আছি ——-
রূপসার পাড়ে ,
চোখের তারায় নীল আকাশ ভাসে —
রাত্রিটা এখন গোলাপ বাগানে
আমি একটি গোলাপ ও স্পর্শ করতে পারিনা,
হয়তো অভিমান
তোমার জন্য ;
কথা ছিল একদিন তুমি আমায় গোলাপ দেবে