আমার ঘামে ভিজে আছে তোমার পদতল
আমাদের রক্ত ঝড়েছে তাইতো তুমি সচল,
আমি শ্রমিক রক্ত,ঘাম ঝড়িয়ে আজ দূর্বল
আর আমাকে শোষণ করে সেজেছো সবল ৷
আজকে তুমি ঈশ্বর আমার বুকেই দাড়িয়ে
বেমালুম ভুলে গেছো কাকে যাচ্ছো মারিয়ে,
যেই ঘামে আর রক্তে গড়া তোমার সাম্রাজ্য
অথচ প্রতিপদে পদে