বড্ড অবেলায় বাতাসে চুল উড়িয়ে
শিউলি বকুলের সুবাস সযত্নে ছড়াই তোমার পথে,
চেয়ে থাকি তোমারই প্রতিক্ষায়,
ভালোবাসার অন্তরালে ছিলো এক নিছক পুতুল খেলা
বিনিময়ে দিয়েছিলে দারুন অবহেলা,
যদি জানতে ভাঙবেই একদিন
তবে দিনশেষ কেনো গড়েছিলে ?
ভালোবাসার নামে এক বুক যন্ত্রণা দিয়ে গেলে।
স্বপ্ন ভাঙতেই মনে হলো তুমি