কোষ্ঠকাঠিন্য
ডাকঘরে চিঠি আসে, বেলের চিঠি
ঔষধি গুণাগুণে ভরা
কোষ্ঠ মহৌষধের চিঠি
শরবতের কয়েক ঢোকের পরে
যন্ত্রণা প্রশান্তির চিঠি
ডাকঘরে চিঠি আসে, পালং শাকের
লঘুকরণের চিঠি
কাঠিন্যের পরতে রক্তের ধারা
রোধে সুধীর সূত্রের চিঠি
সহজ বিধির পরে
তরলায়িত জীবনে প্রত্যাবর্তনের চিঠি
ডাকঘরে চিঠি আসে, তুলসী পাতার
ইসব লগ্নে তুলসি তলার চিঠি
এমন চিঠিতে ইসবগুলের
পরিমাপে বাড়ে, চিঠি পরতে থাকে
মাত্রা