মুক্তি চাই, স্বাধীনতা নয়
আমাদের চোখের সামনেই নিহত হচ্ছে শিশু গৃহকর্মী
আমাদের সাক্ষী রেখেই কেউ দখল করে নিচ্ছে-
নদী, নদীবন্দর এবং মালবাহী জাহাজ। কাপ্তানকে
বলছে; অন্য ঘাটে ভিড়াও নোঙর।
দখল হয়ে যাচ্ছে মাটি,পাথর, বৃক্ষ, বিষ্ঠা-
অনেক আগেই,
দখল হয়ে গিয়েছে ফুটপাত, যেখানে স্বাধীন
নিশ্বাস নিয়ে আমার প্রজন্মের হেঁটে যাওয়ার কথা ছিল।
ধর্ষিতা কিশোরী