তোমার চোখের আলোয় এই বিশ্ব দেখার
লোভে নিজে হতে চেয়েছি অন্ধ,
ভালোবাসার বেসুমার ভালো লাগার জালে
নিজেকে আটকাতে চেয়েছি অবিরাম।
তোমার চোখের দিকে তাকিয়ে আমি
মুগ্ধ হতে চেয়েছি বারংবার,
আমি আমার শারিরীক ভালোবাসা,
আমার কল্পনায় থাকা তোমার দেহ সৌষ্ঠব,
নুপুরের মতো নাভি,
কাঠবেড়ালীর মতো আদুরে চঞ্চলতা,
তোমার চকিত চাহনী,
কৃষ্ণপক্ষের