আমরা বাঙ্গালী যুগে যুগে ইতিহাস রচি
রাজা শশাংক, পাল, সেন, সুলতান আর মোঘল বংশ
এরাও ছিলো আমার এই বাঙ্গালীরই অংশ ৷
রাজা রামমোহন রায়, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা
আরও আছে তীতুমীর আর তার বাঁশের কেল্লা
বাংলা আর বাঙ্গালীরা আজীবন স্বাধীনচেতা ৷
নেতাজী সুভাষ বসু, ক্ষুদিরাম আরও