প্রলম্বিত ছায়া কাহিনী
তবুও মাঝেমাঝে ফিরতি পথে আমার প্রলম্বিত ছায়া কথা বলে উঠে
কথা বলে উঠে অশরীরী মানুষ অথবা প্রেতাত্মার মতো
আমিও নিমিষেই হয়ে উঠি অযত্নে পড়া তানপুরার সুর
টাইমট্রাভেল করে মাড়িয়ে যাই আগন্তুক সময়ের বাহুডোর
তবুও মহাকাল নিয়তবায়ুর মতো আসামির কাঠগড়া হয়
আমিও থমকে দাঁড়িয়ে পড়ি চলন্ত পথের উপর!
কিছু
উজাড় করে ভালোবেসে অশ্রু চিরসাথী,
ঘাম ঝরিয়ে পর হাসিয়ে কাঁদা দিবস-রাতি।
হাসির প্রতিদানে পাওয়া কান্না উপহার,
অনিয়ম দুর্নীতির কাছে বন্দী এ সংসার।
আজ করেছো যার উপকার কাল সে ঠকাবেই,
মানুষ নামের মানুষ আছে কৃতজ্ঞতা নেই।
যার কারণে রাখো বাজি আপন প্রিয় প্রাণ,
তার
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৭৮ বার দেখা
| ১০৮ শব্দ ১টি ছবি
রাত জাগা বিষণ্ন প্রহরে
শহরের শেষ সীমানায় জল মেঘের খোলস ছিঁড়ে
বেরিয়ে এসেছিল কৃষ্ণচূড়া রং একটা বিকেল,
আজ বরং সেই বিকেলটা আমি তুলে রাখবো
কবিতার জন্য :
কিছু এলোমেলো শব্দ ছড়ানো ছিটানো ছিল
কিছু শব্দ বকুল তলায়,
কিছু কদম ডালে
কিছু কামিনী থোকায় মিশে ছিল ;
এলোমেলো রোদ শেষে
কবিতা|
১০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৯২৪ বার দেখা
| ২৫৬ শব্দ ২টি ছবি
আজকাল বড্ড ডাকাত হয়েছিস তুই
সূর্য থেকে ছিনিয়ে আনিস আলো
রাত থেকে কালো
আমি চাঁদের গায়ে দেখি ছোপ ছোপ কালো
তুই জ্যোৎস্না থেকে ছিনিয়ে আনিস আলো
আমার হৃদপিণ্ড কাটলে শুধুই রক্ত
তুই ছিনিয়ে নিতে চাস ভালোবাসা;
মন কি আর ছিনিয়ে নেয়া যায়?
তোকে বোঝানো দায়
ডাকাতিয়া প্রেমে আমার বড্ড ভয়,
আমি না হয় তোর
মেঘও রেখে যায় পাশে ভূমিষ্ট ছায়াডোর
কয়েকটি বিলাপ গেঁথে গেঁথে মেঘও রেখে যায় তার ভূমিষ্ট ছায়াডোর
পৃথক কোনো স্বার্থ নেই নিমগ্ন মাটিরও,
মেঘ ও মাটি পরস্পরের দেখা পেলে নিমিষেই মিতা হয়ে যায়
সবগুলো মিথ অস্বীকার করে তারা পরে নেয় একই পোশাক।
ভোরের পরিষেবা গ্রহণ করে সেরে উঠে সমগ্র ক্রান্তিকাল