অমর একুশে ফেব্রুয়ারি
অমর একুশে ফেব্রুয়ারি
বরকত, রফিক, জব্বার, সালাম,
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি
লও সালাম, লও সালাম।
তোমাদের রক্তের বিনিময়ে
বলছি কথা মায়ের ভাষায়,
ভুলবো না ভুলবে না কেউ
তোমরা চির অমর এই বাংলায়।
বুকের রক্ত ঢেলে দিয়ে
রেখেছো মায়ের ভাষা কাড়ি,
ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি
আমরা কী ভুলতে পারি?